বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহারের ষাড় ‘‘কালোমানিককে’’ নিয়ে ঢাকায় এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টায় ৩টি ট্রাকে করে ঢাকায় আসেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়া গরুটিকে আক্ষরিকভাবে গ্রহণ না করলেও, মন থেকে গ্রহণ করেছেন। খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন, এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোরবানির ঈদ করতে। গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।