1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে নলকূপ স্থাপন 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৫ বার পাঠ করা হয়েছে

আরিফুল ইসলামঃ নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতেই আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশ বগুড়া জেলা শাখা এক প্রশংসনীয় উদ্যোগ নলকূপ স্থাপন।

আজ (২৬ জুন) বৃহস্পতিবার বিকালে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলুহাট বাজারে এই নলকূপ স্থাপন করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন ,আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশ বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম,অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী,মাওলানা সাইফুল ইসলাম ,আনিসার রহমান ,আব্দুল বাসেত,আলহাজ্ব দুদুমিয়া, মকবুল আহমদ, আনোয়ার হোসেন সহ ব্যবসায়ীরা।

জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম বলেন, আল মুসাইদা ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট দূর করতে আমরা কাজ করছি। গাবতলী উপজেলার লাংলুহাট বাজার এলাকায় এই নলকূপ স্থাপন তারই একটি অংশ। আমাদের উদ্দেশ্য হলো—প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই নিরাপদ পানি পেতে পারে।”

তিনি আরও বলেন, “একটি নলকূপ কেবল পানি সরবরাহই নয়, এটি একটি পরিবার বা একটি পাড়া-মহল্লার স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। ভবিষ্যতে বগুড়ার আরও বিভিন্ন স্থানে আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।

আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশের এমন মানবিক কাজের প্রশংসা করে এলাকাবাসী জানায়, আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশ যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের এলাকায় বহুদিন ধরে নিরাপদ পানির সংকট ছিল। আজ এই নলকূপ স্থাপনের মাধ্যমে আমরা স্বস্তি পাবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি