1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না : মাসুদ পেজেশকিয়ান

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৩ বার পাঠ করা হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না। এছাড়া বেসামরিক কাজের জন্য যেসব কার্যক্রম আছে সেগুলোও অব্যাহত রাখা হবে। বেসামরিক পারমাণবিক কার্যক্রমকে ইরানের অধিকার হিসেবে অভিহিত করেছেন তিনি।

ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, শনিবার (২১ জুন) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ম্যাক্রোঁকে তিনি জানান, ইরানের পারমাণবিক কার্যক্রম বেসামরিক কাজের জন্য ব্যবহৃত হবে এ ব্যাপারে তার দেশ গ্যারান্টি দিতে প্রস্তুত আছে। কিন্তু যুদ্ধের হুমকি দিয়ে তাদের এই অধিকার কেড়ে নেওয়া যাবে না।

এছাড়া সামনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলার জবাব ‘আরও বিধ্বংসী’ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: ইরনা নিউজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি