উপন্যাসিক, গীতিকবি ও নাট্যকার রাজীব মণি দাসের রচনায় ঈদ-উল-আযহায় আসছে ৫ নাটক। এর মধ্যে ৪টি একক নাটক, অপরটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’।
এর মধ্যে বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’ গল্পে দেখা যায়, গ্রামের গরিব সহজ-সরল দম্পতি আমির ও আসমা। আমির ক্ষীণ স্মরণশক্তি ও বোকা স্বভাবের কারণে কোনো কাজই সে ঠিকমত করতে পারে না। আসমা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। সুন্দরী হওয়ায় সমাজের কুরুচিপূর্ণ পুরুষের দৃষ্টি পড়ে তার দিকে।
গ্রামের বিত্তবান মুন্সি বাড়িতে স্বর্ণের গয়না চুরি হয়। সন্দেহ করে আসমাকে, কারণ এই বাড়ির মধ্যে একমাত্র আসমাই ছুটা বুয়ার কাজ করে। আসমাকে আসামির মতো গ্রেফতার করে মুন্সি বাড়ির লোকজন। আসমা চুরি করেনি একথা সে বার বার বললেও তার কথা কেউ বিশ্বাস করে না।