তৈরি পোশাকখাতের কারখানার সংখ্যা দুই হাজার ৯২টি। এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে দুই হাজার ৮টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৯৬ ভাগ।
সে হিসেবে এখনো ৮৪টি কারখানার ঈদ বোনাস দিতে বাকি রয়েছে।
বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) বিজিএমইএ-এর দায়িত্বশীল সূত্র।
তথ্য মতে, ঢাকা অঞ্চলে বেতন পরিশোধ করেছে ১৭০১টি এবং চট্টগ্রাম অঞ্চলের পরিশোধ করেছ ৩০৭টি কারখানা। এসব কারখানার ৩১ মে-এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করার কথা ছিল। বাকি কারখানাগুলোর ঈদ বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।
একই সময়ে মে মাসের বেতন পরিশোধ করেছে এক হাজার ২১৮টি কারখানা। আর এখনো ১২টি কারখানা এপ্রিল মাসের বেশিই পরিশোধ করতে পারেনি।