সাংবাদিক খালিদ হাসান — নামটির সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ, সততা ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার এক উজ্জ্বল অধ্যায়। তিনি কেবল একজন সংবাদকর্মী নন, বরং সাংবাদিকদের কল্যাণে নিবেদিত এক নিরলস মানুষ। সহকর্মীদের পেশাগত মানোন্নয়নে তিনি নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনার ব্যবস্থা করে চলেছেন। বিশেষ করে তরুণ ও মেধাবী শিক্ষানবিশ সাংবাদিকদের তিনি হাতে-কলমে সাংবাদিকতা শেখান এবং যোগ্যতা অর্জনের পর তাদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সহযোগিতা করেন।
খালিদ হাসান সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় প্রতিষ্ঠা করেছেন “মোকামতলা মডেল প্রেসক্লাব”। এই সংগঠনের মাধ্যমে তিনি অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এর পাশাপাশি ২০২১ সালের ১ জানুয়ারি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন “অধিকার সমাজ উন্নয়ন সংঘ” — একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে ধারাবাহিকভাবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সত্য প্রকাশের কারণে খালিদ হাসান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। শুধু তিনিই নন; তার পরিবার ও অনেক সহকর্মীকেও শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের মুখে পড়তে হয়। সহকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও দায়ের করা হয়। কিন্তু সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি কখনও থেমে যাননি — অদম্য সাহসে কাজ করে যাচ্ছেন মানুষের অধিকারের জন্য।
২০১০ সালে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com-এ শিশু সাংবাদিক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। পরবর্তীতে তিনি abnews24.com, দৈনিক মানবজমিন, আজকের পত্রিকাসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি fastbanglanews24.com নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমও সম্পাদনা করছেন তিনি।
সাংবাদিকতায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ছয়বারেরও বেশি সময় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠানে সংবাদ উপস্থাপক ও আরজে কোর্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
সাংবাদিক খালিদ হাসান কেবল শিবগঞ্জ নয়, পুরো বগুড়া জেলার একজন তারকা সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত ও সম্মানিত। তাঁর নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্ব সাংবাদিক সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমার দৃষ্টিতে, খালিদ হাসান একজন আলোকিত সাংবাদিক, যিনি আজকের সাংবাদিক সমাজে এক আলোকবর্তিকা হয়ে আছেন।
ইফতেখায়রুল ইসলাম রানা
সাধারণ সম্পাদক, মোকামতলা মডেল প্রেসক্লাব, শিবগঞ্জ, বগুড়া।