আরিফুল ইসলাম/স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্বিতীয় দিনের মতো পালন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল।
শুক্রবার (২০ জুন) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা ও সাপমারা ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-দিনাজপুর মহাসড়কের কাটা মোড় ও মাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “ডা. জোবাইদা রহমান একজন মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। দেশের সংকটে তার ভূমিকা প্রশংসনীয়। তার জন্মদিন উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশবাসীর কল্যাণ কামনা করেছি।”
বৃক্ষ রোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু,দপ্তরের চলতি দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,উপজেলা বিএনপির নেতা আব্দুল গফুর, আলহাজ্ব মাহমুদ আলী সরকার,আব্দুর রহমান,পারভেজ চৌধুরী,তাওসার রহমান তানসেন,সাপমারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াহিয়া প্রধান পাপ্পু, শাখাহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনসুর রহমান লিপন,সাপমারা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ আহবারক সহ অধ্যাপক মতিয়ার রহমান,যুগ্ম আহবারক শাহ আলম সরদার,সাবেক সভাপতি আজহারুল ইসলাম,ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম বাদশা,
উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল আলম জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, মোহাম্মদ সবুজ সেখ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক সোহেল রানা রতন ছাত্রদলের জেলা সহ-সভাপতি শাহ নেওয়াজ পল্লব, উপজেলা আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, পৌর সদস্য সচিব আরিফ মাহমুদ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।