২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠিত হয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যম সেই তদন্ত প্রতিবেদন ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেই প্রতিবেদনের প্রসঙ্গেই আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল। যদিও সরাসরি ‘চড়-কাণ্ড’ বা নির্দিষ্ট কাউকে উল্লেখ করেননি, তবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দেন।
ফেসবুক পোস্টে তামিম লেখেন, “আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। ”
তিনি আরও লেখেন, “আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।