যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক উপদেষ্টা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে। ট্রাম্পের নতুন একটি ‘কর হ্রাসমূলক’ বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন এই দুই প্রভাবশালী।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইলন মাস্কের সঙ্গে আমার একসময় দারুণ সম্পর্ক ছিল, তবে এখন আমি নিশ্চিত না— তা ভবিষ্যতেও থাকবে কি না। আমি তার ওপর খুবই হতাশ।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্প অনুমোদিত একটি কর সংস্কার বিল, যেটিকে তিনি অভিহিত করেছেন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে। এই বিল পাসের মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, সাধারণ আমেরিকানদের ওপর করের বোঝা ৬৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। ট্রাম্পের মতে, এটি একটি ঐতিহাসিক বিল। যদি এটি পাস না হতো, জনগণের ওপর করের যে বোঝা পড়ত, তার ফলাফল হতো ভয়াবহ। আমি সমস্যা তৈরি করতে আসিনি, এসেছি সমাধান দিতে।
তবে মাস্কের মতে, এই বিল আসলে সরকারি ব্যয় সংকোচন নীতিকে লঙ্ঘন করে এবং তিনি ও তার সহকারীরা প্রশাসনের ভেতরে থেকে গত কয়েক মাসে যেসব সাশ্রয়ী নীতি চালু করেছিলেন, সেগুলো ধ্বংস করে দেবে। বিলটি পাস হওয়ার আগে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই কংগ্রেসে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছেন মাস্ক।