মরক্কোয় এ বছর পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়া যাবে না— এমন এক নজিরবিহীন নির্দেশনা জারি করেছে দেশটির রাজপ্রাসাদ। আগামীকাল শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে দেশটিতে।
বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক পড়ে শোনান রাজা মোহাম্মদ পঞ্চমের স্বাক্ষরিত রাজকীয় আদেশ। সেখানে দেশবাসীকে অনুরোধ করা হয়, এবার যেন কেউ পশু কোরবানি না দেন।
সরকারি সূত্র বলছে, মরক্কো কয়েক বছর ধরে ভয়াবহ খরার কবলে রয়েছে। একই সঙ্গে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেশটির কৃষি ও পশুপালন খাতে বিপর্যয় সৃষ্টি করেছে। পশুসম্পদের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যারা টিকে আছে তাদের সংরক্ষণ করাই এখন সবচেয়ে জরুরি। কৃষিখাতকে ধস থেকে বাঁচাতেই এ বছর কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশ বাস্তবায়নে মাঠে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। পশুবাহী যানবাহনের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কেউ গোপনে পশু জবাইয়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা— জরিমানা থেকে শুরু করে পশু জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।