1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

লন্ডনে পৌঁছেছেন জুবাইদা রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭১ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শুক্রবার (৬ জুন) বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করেছে।

এর আগে, বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান। লন্ডনে স্বামী তারেক রহমান ও কন্যার সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

গত ৬ মে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। ঢাকায় অবস্থানকালে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি