1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন আগের অধিনায়কই। ২০২৫-২০২৭ চক্রে শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাওয়া বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

আগের মতো সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্যই এই দুজনের নেতৃত্বে আস্থা রাখার কথা জানিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবাদত হোসেন চৌধুরির ফেরা। দীর্ঘ প্রায় দুই বছর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে চোট পাওয়ার পর তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরেন। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলার পর জাতীয় দলে ফিরলেন এবাদত।

তাকে ঘিরেই পেস আক্রমণ সাজানো হয়েছে। দলে তার সঙ্গে আরও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

দলে জায়গা ফিরে পেয়েছেন লিটন কুমার দাসও। পাকিস্তান সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে ছিলেন না। সেই সিরিজে অংশ নিয়ে পরে চলে যাওয়া নাহিদ রানাও দলে ফিরেছেন। দলে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। এই স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে আরও থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি