শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জের বাঘমারা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক খালিদ হাসান। গত ১০ জুলাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার(প্রশাসন) ছালেহ্ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিটির প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
প্রজ্ঞাপন
সাংবাদিক খালিদ হাসান উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর পশ্চিমপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট ও মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি। এছাড়াও তিনি বেশকিছু সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
সভাপতির দায়িত্ব পাওয়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।#