1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাকুড়তলা বাজারের উত্তরে মধুপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন একটি পাটক্ষেত থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রহবল হাজিপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম সকাল থেকে তার পাটক্ষেতে পাট কাটছিলেন। পাট কাটার একপর্যায়ে জমির ভেতরে পৌঁছালে মানুষের মাথা ও শরীরের অন্যান্য অংশের কঙ্কাল মাটিতে ছড়ানো অবস্থায় দেখতে পান। এসময় কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোটও পরে ছিলো। বিষয়টি লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোট থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর কঙ্কাল। এঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি