1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

শিবগঞ্জে স্বাস্থ্যখাতে তিন উন্নয়ন: প্রশংসায় ভাসছে অধ্যক্ষ মীর শাহে আলম

  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৮০ বার পাঠ করা হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

খালিদ হাসান:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবা খাতে একযোগে তিনটি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, একটি নতুন সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দ এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থান মোকামতলায় ২০ শয্যার একটি নতুন সরকারি হাসপাতাল নির্মাণ।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলমের লিখিত আবেদনের প্রেক্ষিতে এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। আর এতে উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন এই বিএনপি নেতা।

চলতি বছরের গত ২৩ জুলাই মীর শাহে আলম প্রদত্ত আবেদনপত্র সুপারিশসহ ফরোয়ার্ডিং করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তার প্রেক্ষিতেই অনুমোদন প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়ে আসছে। শয্যার স্বল্পতা, জরুরি ও প্রসূতি সেবায় ঘাটতি, এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সংকট এখানকার মানুষের জন্য বড় সমস্যা ছিল।

নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দের ফলে দুর্ঘটনা ও জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত রোগী পরিবহনের সুবিধা মিলবে। গ্রামীণ এলাকার মানুষও সেবার আওতায় আসবেন।

এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিবগঞ্জ উপজেলার চিকিৎসা অবকাঠামো ও জরুরি স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

অন্যদিকে, উপজেলার মোকামতলা এলাকায় ২০ শয্যার সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগকে এলাকাবাসী সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ, এই অঞ্চলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি চিকিৎসাসেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন।

অধ্যক্ষ মীর শাহে আলম

এ বিষয়ে মীর শাহে আলম বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় সচেষ্ট থেকেছি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিবগঞ্জের স্বাস্থ্য খাতে একটি দৃশ্যমান অগ্রগতি আসবে।

স্থানীয় এলাকাবাসী তাঁদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি