1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

৯ গোলের নাটকীয়তায় ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

উয়েফা নেশন্স লিগের ইতিহাসে রোমাঞ্চকর ম্যাচের তালিকায় জায়গা করে নেবে এবারের সেমি-ফাইনাল। যেখানে ৫-১ গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ঘাম ঝরাতে হয়েছে স্পেনকে।

তবু সব উত্তেজনার পর শেষ হাসি হেসেছে শিরোপাধারীরা।

স্টুটগার্টে গতকাল রাতে ৫-৪ গোলের জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে তারা। ২২তম মিনিটে নিকো উইলিয়ামস এবং ২৫তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে শুরুতেই আবার ধাক্কা খায় ফ্রান্স। ৫৪ মিনিটে স্পট কিক থেকে ইয়ামাল ও ৫৫ মিনিটে পেদ্রির গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ওই মুহূর্তে ম্যাচ যেন প্রায় একপেশে হয়ে পড়ে। কিন্তু এখান থেকেই ফিরে আসার চেষ্টা করে ফ্রান্স।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। তবে এরপরই আবার ইয়ামালের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে স্পেন। শেষ ২০ মিনিটে ফ্রান্সের দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা শুরু হয়। বদলি হিসেবে নামা হায়ান শের্কি ৭৯ মিনিটে চমৎকার ভলিতে গোল করে ব্যবধান কমান।

৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ানের আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩-এ। যোগ করা সময়ে শের্কির ক্রসে হেডে গোল করে ম্যাচে রোমাঞ্চ ফেরান কোলো মুয়ানি। তবে বাকি সময়ে আর গোল করতে পারেনি ফ্রান্স, ৫-৪ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি