1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

ক্যানসারের চিকিৎসার মাঝেই বিয়ে করলেন হিনা খান, পাত্র যিনি

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৩৪ বার পাঠ করা হয়েছে

মরণব্যধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি।

বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। তার আসল নাম জয়ন্ত জয়সওয়াল, কলকাতার একটি ব্যবসায়ী পরিবারে জন্মান। তিনি সনাতন ধর্মাবলম্বী এবং রাজপুত বংশোদ্ভূত ।

হিনা খান কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মান এবং রকি, তাদের ধর্মীয় পার্থক্য সত্ত্বেও, একে অপরকে গভীরভাবে ভালোবাসেন এবং সম্মান করেন।

ধর্ম কখনোই তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন।

বিয়ের ঘোষণা দিয়ে হিনা লিখেছেন, ভিন্ন দুই জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়েছে, আমাদের হৃদয় এক হয়েছে, জীবনের শেষপ্রান্তে তৈরি হলো এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আলো, আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়ল আইনি সিলমোহর। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি