রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এর মাঝেও কম-বেশি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ অবস্থা। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ফলে, দেশজুড়ে আরও বাড়তে পারে গরমের অনুভূতি।