বগুড়ার শিবগঞ্জে ১৩ বছর বয়সী এক বাঁকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেজাউল করিম(৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের ফাঁসি চেয়ে আজ মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগীর (পাগলাপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রেজাউল করিম একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন রেজাউল করিম। পরে মেয়ে বাড়িতে এসে তার ভাবির কাছে ইশারার মাধ্যমে ঘটনাটি জানায়। এবিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুবিচার চাইলে তারা কালক্ষেপণ করে বিচার করেননি। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত রেজাউল করিম পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার স্ত্রী রাশেদা বেগম জানান, “আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমার স্বামী খুবই ভালো মানুষ। আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য হয় তাহলে এর সঠিক বিচার আমিও চাই।”
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।