1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

শিবগঞ্জে লীলা কীর্ত্তন ও মতবিনিময় সভায় মীর শাহে আলম

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭০ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শিবগঞ্জ উপজেলার মোকামতলা সর্বজনীন দূর্গা ও কালীমাতা মন্দির উন্নয়ন উপলক্ষে এক বিশেষ লীলা কীর্ত্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (২১ জুন) শনিবার সন্ধায় উপজেলার মোকামতলা সর্বজনীন দূর্গা ও কালীমাতা মন্দির উন্নয়ন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

মতবিনিময় সভায় তিনি হিন্দু ধর্মাবলম্বী জনগণের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে এই সমাজে বসবাস করি। আপনাদের সমস্যা আমার সমস্যা, আপনাদের উন্নয়নেই এলাকার উন্নয়ন।”

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন। লীলা কীর্ত্তনের মধ্য দিয়ে ধর্মীয় আবহে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে মীর শাহে আলম মন্দির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি