আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাহজাহানপুরে পরিবেশ রক্ষায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আজ (২১ জুন) শনিবার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লবসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম বলেন,পরিবেশ সুরক্ষায় ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়নে ছাত্রশিবির সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।