1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬২ বার পাঠ করা হয়েছে

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাটঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইউনিট সভাপতি সম্মেলন-২০২৫। গতকাল শুনিবার ২১ জুন সকাল ১০ টায় জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও শহর শাখার প্রায় ১২০০ জন ইউনিট সভাপতি ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন নারী দায়িত্বশীলরাও।

জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক দল। এই সংগঠন শান্তিপূর্ণ উপায়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন চায়, আর সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। সোনালী সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াত একটি সংঘবদ্ধ ও সুশৃঙ্খল শক্তি। এ শক্তিকে আরও সুসংহত করে সংগঠিত করে তুলতে হবে। তবেই সমাজ থেকে অপশক্তি দূর করে দ্বীনের দাওয়াতি কাজ সফলভাবে করা সম্ভব হবে। প্রতিটি ইউনিট সভাপতি যেন যোগ্য ও আমানতদার নেতৃত্বে রূপান্তরিত হয়ে এলাকার মানুষের মাঝে ইসলামের সুমহান আহ্বান পৌঁছে দেন, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি জয়পুরহাট জেলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া আঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি দায়িত্বশীলদেরকে ত্যাগ, নিষ্ঠা ও আদর্শের মাধ্যমে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এড.মোঃ মামুনুর রশীদ,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।

এছারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন,জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা মোঃ আনোয়ার হোসেন,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইমরান হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি এড.আসলাম হোসেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু,ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দায়িত্বশীলদেরকে দ্বীনি আমানত রক্ষা করে জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

জয়পুরহাট জেলা জামায়াতের এমন একটি বৃহৎ আয়োজনে উজ্জীবিত হয় দলের তৃণমূল নেতৃত্ব। সম্মেলনটি দায়িত্বশীলদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি