1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় পদে ফিরলেন বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতা

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৭ বার পাঠ করা হয়েছে

বগুড়াঃ বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার ওপর আরোপিত দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তা কার্যকর করেছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যারা পুনরায় পদে ফিরেছেন তারা হলেন—জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইনছান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা এবং সদস্য মো. সজল হোসাইন রহমত।

এর আগে, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে ওঠা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে কেন্দ্রীয় কমিটির একটি তদন্ত দল দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “পাঁচ নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, তা নিয়ে কেন্দ্রীয় যুবদল তদন্ত করে। তদন্তে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং তা কার্যকর করেছে।”

দলীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আবারও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি