1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

গাজায় ভবন ধসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে ভবন ধসে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। গাজার সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার (৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বিস্ফোরক পুঁতে রাখে। ওই ভবনে ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের কারণে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে, ঘটনাস্থলেই মারা যায় পাঁচ ইসরায়েলি সেনা। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

গাজায় ইসরায়েলের চলমান স্থল অভিযানে এটিকে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দখলদার বাহিনী দীর্ঘদিন ধরেই গাজায় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর উপস্থিতি নিশ্চিহ্ন করতে ব্যাপক বোমাবর্ষণ এবং স্থল অভিযান চালিয়ে আসছে। বহু আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরও গাজায় প্রতিরোধ থেমে নেই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি