1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

গণতন্ত্রের মতো ধর্মীয় সম্প্রীতিও বিএনপির মূলনীতি—মীর শাহে আলম

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০১ বার পাঠ করা হয়েছে

‘শিবগঞ্জে রথযাত্রায় বিএনপির সম্প্রীতির বার্তা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছোট নারায়নপুর হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জয় জগন্নাথ দেব রথযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।


ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে তিনি বলেন, বিএনপি সবসময়ই সকল ধর্মের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্রের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশই আমাদের স্বপ্ন ও অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ শান্তিতে, নিরাপত্তায় ও সমঅধিকারে বসবাস করতে পারে।

আ’লীগকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, তারা হিন্দুদের নিজস্ব সম্পদ মনে করেছিল। কিন্তু বিএনপিই হিন্দুসহ সব ধর্মের জন্য নিরাপদ এটা আজ প্রমান হয়েছে। এসময় রথযাত্রায় উপস্হিত থেকে সহস্রাধিক হিন্দু নারী-পুরুষের সাথে ৫ কিঃমিঃ হেটে যাত্রা করেন বিএনপির এ নেতা।


স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মীর শাহে আলমের উপস্থিতিকে স্বাগত জানিয়ে বলেন, “রাজনৈতিক নেতাদের এমন আন্তরিক অংশগ্রহণ আমাদের উৎসবকে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ করেছে। এর মাধ্যমে আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হলো।”
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি