1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

শিবগঞ্জের দেউলী ইউনিয়নে ১৭৯ গরিবের মাঝে ভিডাব্লিউবি চাল বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পাঠ করা হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদে বুধবার (২৭ আগস্ট) ভিডাব্লিউবি (ভিজিডি) কর্মসূচির আওতায় গরিব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে ইউনিয়নের ১৭৯ জন ভুক্তভোগীকে জনপ্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মহিলা সদস্য, সচিব ও গ্রাম্য পুলিশ।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব যাতে সবাই ন্যায্যভাবে উপকৃত হয়।”

স্থানীয়রা বলেন, “সরকারি সহায়তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা সরাসরি এই সুবিধা পেয়েছি, যা আমাদের পরিবারের দৈনন্দিন খাবারের জোগান নিশ্চিত করবে। এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে আমাদের জীবনমান উন্নত করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি