অর্থনীতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি জনপ্রিয় উদ্ধৃতি রয়েছে। সেখানে তিনি অর্থনীতি সম্পর্কে কোনো সরকারের দৃষ্টিভঙ্গিকে কয়েকটি সংক্ষিপ্ত বাক্যে প্রকাশ করা যায় বলে উল্লেখ করেন।
এখন যদি আমরা বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই তাহলে কী দেখি? বাংলাদেশের অর্থনীতি কি এগিয়ে যাচ্ছে? এটি কি ঠিকমতো চলছে? নাকি এটি থেমে আছে? সব প্রশ্নের আলাদা জবাব না দিয়ে সোজা বলা যায়, অর্থনীতি ভালো চলছে না। ভালো নেই এখানের শিল্প-ব্যবসা-বাণিজ্য। বিনিয়োগ-কর্মসংস্থানে কোনো আশারবাণী নেই।
উদ্যোক্তাদের মধ্যে হতাশা। তাঁদের দেহ-মনে কোনো উদ্যম-উচ্ছ্বাস নেই; বরং ভেতরে রক্তক্ষরণ। অব্যক্ত যন্ত্রণা।
রোনাল্ড রিগ্যানের কথাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায়, যে অর্থনীতি এগিয়ে চলছে, সেখানে তিনি করারোপ করতে বলেছেন।