1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, মোটরসাইকেলে আগুন-কক্ষ ভাঙচুর

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পাঠ করা হয়েছে
FAST BANGLA NEWS

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগীহামিরদী ইউনিয়নকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে আজ দুপুর থেকে ভাঙ্গা পৌর সদর এলাকার রাজপথ দখল করে নেয় দুটি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা। তাদের হাতে লাঠি মুখে স্লোগান- আমার মাটি আমার মা, নগরকান্দায় যাবো না।

সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড ও মুনসুরাবাদ বাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও দুপুর বারোটার দিকে চরম অশান্ত হয়ে ওঠে ভাঙ্গা বাজারের দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সমবেত বিক্ষুব্ধ জনগণ। আলগী ও হামিরদী ইউনিয়নের পাশা পৌরসভার কয়েকটি মহল্লার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজপথে আসার পর শত শত জনতার বিক্ষোভ শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূরে অবস্থান নিয়ে থাকার সময় সেনা সদস্যদের একটি সাদা গাড়ি ও পুলিশকে দেখে জনতা উত্তেজিত হয়ে ওঠেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তর্কবিতর্কের একপর্যায়ে জনগণ পুলিশকে ধাওয়া করে।

এ সময় উপজেলার ঈদগাঁহ মাদ্রাসা মসজিদে আশ্রয় নেন পুলিশসহ রাস্তায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাদ্রাসার মোহতামিম মাওলানা তালহা ও উপস্থিত কিছু মুসল্লি মসজিদের দরজা বন্ধ করে দিয়ে তাদের রক্ষা করেন। সেখান থেকে গিয়ে জনগণ থানা ঘেরাও করেন। পরে ভাঙ্গা উপজেলা পরিষদে গিয়ে হামলা ও ভাঙচুর শুরু করেন তারা।

amardesh-six

উপজেলা সূত্রে জানা গেছে, উপজেলার নতুন ভবনের দরজা জানালা ভাঙচুরের পাশাপাশি দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে তারা। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে আগুন নেভাতে যান। এ সময় উত্তেজিত জনতার প্রতিরোধে আগুন না নিভিয়েই তাদের ফিরে আসতে হয়েছে। বিষয়টি ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন জানান, দুটি মোটরসাইকেল আগুনে জ্বলছিল। বেশ কিছু কক্ষ তছনছ করা হয়েছে।

এদিকে বিক্ষুব্ধ জনতার অরাজকতার ভিডিওচিত্র ধারণ করতে গেলে মাইটিভির উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলা পরিষদে দুটি মোটরসাইকেলে আগুনের ঘটনার পাশাপাশি ৯টি কক্ষের টেবিল চেয়ার ও আসবাসপত্র ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি উপজেলা প্রশাসনের কেউ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে অবস্থান করছিল।

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে ১০ দিন ধরে উত্তাল ভাঙ্গা উপজেলা। রাজপথের পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আমজনতার পাশাপাশি উপজেলার রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি