বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান জামিনে বের হওয়ার পর ভুক্তভোগীরা তাকে গণধোলাই দিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুজ্জামান বিদেশে পাঠানোর জন্য গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাকিমের কাছ থেকে বড় অংকের টাকা নেন। কিন্তু তিনি চুক্তি মোতাবেক বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় পারভেজ মোস্তাকিম আদম ব্যাপারী নুরুজ্জামানের বিরুদ্ধে মেহেরপুর আমলি আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানির দিন নুরুজ্জামান জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পারভেজ মোস্তাকিম এবং অন্যান্য সাত থেকে আটজন ব্যক্তি তাকে গণধোলাই শুরু করেন। পরে তাকে টেনে হেঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও গাংনী থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে সদর থানার হেফাজতে নেয়।