মো. নাসির উদ্দিন,মোকামতলা(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।