লন্ডনের হিথ্রো, ব্রাসেলস এবং বার্লিনসহ ইউরোপের একাধিক ব্যস্ততম বিমানবন্দরে সাইবার আক্রমণের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। বিমান সংস্থাগুলোর চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে সমস্যার কারণে শত শত ফ্লাইট বিলম্বিত এবং অনেকগুলো বাতিল হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিথ্রো বিমানবন্দর জানায়, কলিন্স অ্যারোস্পেস নামক একটি প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা একাধিক এয়ারলাইন্সের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পরিচালনা করে, তারা একটি “প্রযুক্তিগত সমস্যা” বা সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে। এর ফলে যাত্রীদের যাত্রা বিলম্বিত হতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করে।
ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও সাইবার আক্রমণের প্রভাব স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে, ফলে ম্যানুয়াল চেক-ইনের মাধ্যমে কার্যক্রম চালাতে হচ্ছে।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের মূল কোম্পানি RTX এক বিবৃতিতে জানিয়েছে, তারা “সাইবার-সম্পর্কিত ব্যাঘাত” সম্পর্কে অবগত এবং সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সমস্যা শুধু ইলেকট্রনিক চেক-ইন ও লাগেজ ড্রপ পরিষেবায় সীমাবদ্ধ এবং ম্যানুয়াল বিকল্পের মাধ্যমে এর প্রভাব কিছুটা কমানো সম্ভব।
ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, “এই আক্রমণের ফলে অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে এবং যাত্রীদের অসুবিধা হচ্ছে।”
বার্লিন বিমানবন্দরও তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “ইউরোপ জুড়ে পরিচালিত একটি সিস্টেম প্রদানকারীর কারিগরি সমস্যার কারণে চেক-ইনে দীর্ঘ সময় লাগছে।”
তবে জার্মানির বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর এই সমস্যার দ্বারা প্রভাবিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে, তারা যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ নিশ্চিত করতে।