মো নাসির উদ্দীন,শিবগঞ্জ(বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্কর পুর নামক গ্রামে এক রাতে প্রায় দশটির ও বেশি বাড়িতে চুরি হয়েছে বলে জানা যায়। শনিবার রাতে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবাই যখন সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর শান্তির ঘুম ঘুমাচ্ছেন সেই সুযোগে চোরচক্র মানুষের নিত্য প্রয়োনীয় জিনিসগুলো লুফে নিতে ব্যাস্ত। কেউ হারিয়েছেন রান্না করে খাওয়া হাড়িপাতিল কারো বা নিত্য প্রয়োজনীয় কাপর চোপড় কেউ কৃষি কাজের সরঞ্জামাদি সহ অনেক কিছু।
ইতিমধ্যে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কবে যেন তাদের গৃহপালিত পশু গরু ছাগল ভেড়ার দিকে হাত বাড়ায় চোররা। নিজের সম্বল চুরি ঠেকাতে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার পারভেজ জানান, এখনও ওই গ্রামের কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা যত দ্রুত সম্ভব আইনি ব্যাবস্থা করবো।