1. admin@fastbanglanews24.com : fastbangla :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

নিউ ইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার বেলা তিন টায় ভিআইপি গেট দিয়ে বের হয়ে নির্ধারিত হোটেলে যান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, প্রধান উপদেষ্টা সুন্দরভাবে নিউইয়র্কে এসে পৌছেছেন। প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করবেন। দেশের অর্থনীতি, গণতন্ত্র, রোহিঙ্গা সমস্যাসমূহ এবারের মিটিংগুলোতে গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে পাঁচ রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা জাতিসংঘের প্রোগ্রামে এসেছেন।

এর আগে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট।

আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পরে ২ অক্টোবর তারা দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি